বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার : বিমানসেনা ও অফিসার পদে চাকরি
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ সংক্রান্ত একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। বিমানসেনা ও অফিসার ক্যাডেট পদে নিয়োগের ২টি পৃথক সার্কুলার (নিয়োগ বিজ্ঞপ্তি) প্রকাশ করা হয়েছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এসব পদের জন্য আবেদন করতে পারবেন।
বিভিন্ন ট্রেডে বিমানসেনা (Airman) পদে আবেদনের জন্য এসএসসি পাস হলেই হয়। তবে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার এসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হয়।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২ অফিসার ক্যাডেট
ইঞ্জিনিয়ারিং ও লিগ্যাল শাখায় স্বল্প মেয়াদী (DE 2023A) ও শিক্ষা শাখায় বিশেষ স্বল্প মেয়াদী কমিশন (SPSSC 2023A)-এ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী।
বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে আবেদনে যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং শাখা : এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৪র্থ বিষয় ছাড়া জিপিএ-৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে। এছাড়া স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল, তড়িত প্রকৌশল, ইলেক্ট্রনিক্স প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনেটিক্যাল প্রকৌশলে কমপক্ষে সিজিপিএ-৩.০ সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিঙ ডিগ্রি থাকতে হবে।
লিগ্যাল শাখা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্সে সিজিপিএ-৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ-৩.০০ থাকতে হবে।
শিক্ষা শাখা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ-৩.০০ থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ :
উচ্চতা ৬৪ ইঞ্চি
বুকের মাপ সাধারণ অবস্থায় ৩২ ইঞ্চি প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
ওজন বয়স উচ্চতা অনুসারে
দৃষ্টিশক্তি ৬/৬
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত
মহিলা :
উচ্চতা ৬২ ইঞ্চি
বুকের মাপ সাধারণ অবস্থায় ২৮ ইঞ্চি প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি
ওজন বয়স ও উচ্চতা অনুসারে
দৃষ্টিশক্তি ৬/৬
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত
আবেদনের তারিখ
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ আগস্ট ২০২২ তারিখ থেকে। আবেদনের শেষ সময় ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ।
নিয়োগের বাছাই পরীক্ষা
নির্বাচনী / বাছাই পরীক্ষার তারিখ ও সময় : ৪, ৬, ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২২ সকাল ৮টা
পরীক্ষার কেন্দ্র : বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।
Bangladesh air force officer cadet job circular 2022
Bangladesh air force officer cadet circular 2023 DE-2023A
অফিসার ও বিমানসেনাদের শাখা, ট্রেড ও কাজের পরিধি
অফিসার
সাধারণ দায়িত্ব (প্রশাসন)
সাধারণ দায়িত্ব (পাইলট)
সাধারণ দায়িত্ব (নেভিগেটর)
আকাশ প্রতিরক্ষা অস্ত্র নিয়ন্ত্রণ
বিমান চলাচল নিয়ন্ত্রণ
আবহাওয়া
প্রকৌশল
সরবরাহ
অর্থ/হিসাব
শিক্ষা
আইন
চিকিৎসা (সেনাবাহিনী থেকে অন্তর্ভুক্ত)
বিমানসেনা
নিরাপত্তাসংক্রান্ত
বিমান প্রকৌশল
শিক্ষা
গোয়েন্দা
তড়িৎ এবং যন্ত্র প্রকৌশল
সাধারণ প্রকৌশল
যান্ত্রিক পরিবহন প্রকৌশল
অস্ত্র প্রকৌশল
বেতার প্রকৌশল
স্থল সংকেত
রাডার পরিচালনা
জীবন রক্ষাকারী সরঞ্জাম
আলোকচিত্র
বিমান চলাচল নিয়ন্ত্রণ
আবহাওয়াসংক্রান্ত
চিকিৎসাসংক্রান্ত
সাচিবিক
সরবরাহ
স্থল যুদ্ধ
যান্ত্রিক পরিবহন চালনা
খাবারসরবরাহ
বাদক
বিমানক্রু
বিমান বাহিনীর বিমান ঘাঁটি
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি খাদেমুল বাশার, ঢাকা
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান, যশোর
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল
বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে।