বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ সিলেবাস ২০২২ (লিখিত পরীক্ষা) প্রকাশিত হয়েছে। ১৮ নভেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সিলেবাস (বিষয় ভিত্তিক নম্বর বণ্টন) নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
নিয়োগ কর্তৃপক্ষ : | বাংলাদেশ ব্যাংক |
পদের নাম : | সহকারী পরিচালক (জেনারেল) |
লিখিত পরীক্ষার তারিখ : | ১৮ নভেম্বর ২০২২ |
মোট নাম্বার : | ২০০ (লিখিত পরীক্ষা) |
বিষয় সংখ্যা : | ৭টি |
ওয়েবসাইট : | https://erecruitment.bb.org.bd |
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ৯ম গ্রেডভুক্ত সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষা হবে ১৮ নভেম্বর ২০২২ তারিখে। লিখিত পরীক্ষায় মোট ২০০ নম্বর আর সময় বরাদ্দ ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে ২টি (বাংলা ও ইংরেজি) ফোকাস রাইটিংয়ে (বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব) ৩৫ নম্বর করে মোট ৭০ নম্বর। সাধারণ জ্ঞানে ৩০ ও ইংরেজি কম্প্রিহেনশনে ৩০ নম্বর। এ ছাড়া এসএসসি পর্যায়ের গণিতে ৩০ নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ১০ এবং ইংরেজিতে আর্গুমেন্ট রাইটিংয়ে ৩০ নম্বর।
২ নভেম্বর সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫,৬৭১ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
গত ২৮ অক্টোবর রাজধানীর ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৬৫।
বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে এবার ২২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২২ pdf (লিখিত পরীক্ষা) পাওয়া যাবে এই লিংকে : https://erecruitment.bb.org.bd/career/nov082022_bb_58.pdf