বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৭ ক্যাটাগরির পদে মোট ৬৪ জন নিয়োগ দেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আবেদন করতে হবে অনলাইনে brta-এর চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের (http://brta.teletalk.com.bd) মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ অক্টোবর ২০২২ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ও সময় ১৫ নভেম্বর ২০২২ বিকাল ৫টা।
সেপ্টেম্বরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধন করে ২ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ। এই পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তির নিচে সংশোধনী সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
নিয়োগদাতা প্রতিষ্ঠান : | বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) |
মোট পদের সংখ্যা : | ৬৪টি |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
আবেদনের তারিখ : | ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২২ |
যোগ্যতা : | পদভেদে ন্যূনতম এসএসসি/সমমান থেকে স্নাতক/ডিগ্রি |
বিআরটিএ ওয়েবসাইট : | http://brta.teletalk.com.bd |
১. পদের নাম : হিসাবরক্ষক
পদ সংখ্যা : ১টি
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
২. পদের নাম : কম্পিউটার অপারেটর
৩. পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
৪. পদের নাম : মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
৫. পদের নাম : বেঞ্চ সহকারী
৬. পদের নাম : ক্যাশিয়ার
৭. পদের নাম : অফিস সহায়ক
আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ সেপ্টেম্বর সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আগ্রহী প্রার্থীদের http://brta.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১–এ ফোন বা vas. query@teletalk.com.bd বা dda@brta.gov.bd বা ha@brta.gov.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে। ই–মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড সিম/নাম্বার থেকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন সাবমিটের তারিখ ও সময় ১ অক্টোবর ২০২২ সকাল ১০টা থেকে ১৫ নভেম্বর ২০২২ বিকাল ৫টা।
পরীক্ষা সংক্রান্ত পরবর্তী তথ্য, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও প্রবেশপত্র সম্পর্কিত তথ্য প্রার্থীর মোবাইল নাম্বারে যথাসময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয় সাধারণত।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকেও দরকারি তথ্য জানা যাবে। পরীক্ষার আগে এডমিট কার্ড (প্রবেশ পত্র) http://brta.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে সংগ্রহ / ডাউনলোড করতে হবে।
অনলাইনে আবদেন সাবমিট করার সময় প্রার্থী ইউজার আইডি পাবেন, এটা ব্যবহার করে ২টি এসএমএস পাঠিয়ে আবেদন ফি পেমেন্ট করতে হবে।
Bangladesh Road Transport Authority (BRTA) job circular 2022 pdf download link : http://www.brta.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/notices/8ba68228_3030_4e78_b5c1_7babdec75357/2022-09-16-11-08-e96b35e16408e3a5cc6553d1920c0c0b.pdf
১২ পৃষ্ঠার বিআরটিএর নিয়োগ বিধিমালায় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের পদ্ধতি, যোগ্যতা, বয়স ও অন্যান্য বিধি/নিয়ম উল্লেখ করা হয়েছে।
BRTA job recruitment rules 2022 pdf download link : http://www.brta.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/notification_circular/54ade97a_eebe_49e3_b09e_4bdd21299b21/recruitment%20rules%202015%20of%20BRTA.pdf
সেপ্টেম্বরে (২০২২) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদভেদে ন্যূনতম যোগ্যতা এসএসসি/সমমান থেকে স্নাতক/ডিগ্রি।