বিজিবি নিয়োগ ২০২৩ সার্কুলার (১০০ তম ব্যাচে সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩) প্রকাশিত হয়েছে। সিপাহী (জিডি) পদে নিয়োগ দেবে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিপাহী (জিডি) পদে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই। SMS-এর মাধ্যমে আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এ চাকরি ২০২৩
নিয়োগ কর্তৃপক্ষ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাকরির ধরন : সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : ২০-১-২০২৩ পদের নাম : সিপাহী (Sipahi) যোগ্যতা : এসএসসি/সমমান আবেদনের পদ্ধতি : SMS ও অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট : www.bgb.gov.bd Application Fee : ১১০ টাকা (চার্জ সহ) Application deadline: ৩১ জানুয়ারি ২০২৩
BGB job circular 2023
আবেদনের যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্য
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ, ন্যূনতম জিপিএ ২.৫০ । পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশন / আবেদনের সময়সীমা : নির্ধারিত নিয়মে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে ২৬ মে সকাল ১০টা থেকে ৪ জুন ২০২২ রাত ১২টা পর্যন্ত। বয়স : ১৮ থেকে ২৩ বছর (২-৭-২০২৩ তারিখের হিসাবে) আবেদনের সময়সীমা : ২২ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।
বেতন স্কেল : ৯০০০-২১৮০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)
প্রবেশপত্র ডাউনলোড
আবেদন করার পর নির্ধারিত সময়ে (বাছাই পরীক্ষার আগে) প্রবেশপত্র ডাউনলোড করতে হবে www.bgb.gov.bd ওয়েবসাইট থেকে।
বর্ডার গার্ড বাংলাাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / বিজিবি নিয়োগ ২০২৩ সার্কুলার / বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বিজিবি নিয়োগ ২০২৩ সার্কুলার – bgb job circular 2023
BGB job circular 2023 100th batch pdf
বিজিবি নিয়োগ বিধিমালা