তথ্য প্রযুক্তি

স্মার্টফোনের বিপজ্জনক অ্যাপ কোনগুলো?

বিপজ্জনক অ্যাপ-কে সাধারণ অ্যাপ মনে করেই স্মার্টফোনে ইনস্টল করছেন অনেকে। এসব অ্যাপ ছদ্মবেশে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম স্মার্টফোনে ঢুকয়ে দিচ্ছে। এভাবে ব্যবহারকারীল ক্যামেরা, মেমরি, গ্যালারি, কনটাক্ট, এসএমএস ইত্যাদির নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। তাই ব্যক্তিগত ছবি ও তথ্যের বেহাত হওয়ারও আশঙ্কা থাকছে।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট গ্যাজেটসনাউয়ে এ ধরনের বিপজ্জনক ২৪ অ্যাপের তালিকা প্রকাশিত হয়েছে। অ্যাপগুলো হলো- ওয়ার্ল্ড জু, ওয়ার্ড ক্রাশ, ওয়ার্ড ক্রসি, ওয়েদার ফোরকাস্ট, ভাইরাস ক্লিনার ২০১৯, টার্বো পাওয়ার, সুপার ক্লিনার, সুপার ব্যাটারি, সাউন্ড রেকর্ডার, সকার পিনবল, পাজল বক্স, প্রাইভেট ব্রাউজার, নেট মাস্টার, মিউজিক রোম, লেজার ব্রেকার, জয় লঞ্চার, হাই ভিপিএন, ফ্রি ভিপিএন, হাই ভিপিএন প্রো, হাই সিকিউরিটিজ ২০১৯, ফাইল ম্যানেজার, ডিগ ইট, ক্যান্ডি সেলফি ক্যামেরা, ক্যান্ডি গ্যালারি, ক্যালেন্ডার লাইট।

এডু ডেইলি ২৪