বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ারিং ও লিগ্যাল শাখায় স্বল্প মেয়াদী (DE 2023A) ও শিক্ষা শাখায় বিশেষ স্বল্প মেয়াদী কমিশন (SPSSC 2023A)-এ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী।
ইঞ্জিনিয়ারিং শাখা : এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৪র্থ বিষয় ছাড়া জিপিএ-৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে। এছাড়া স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল, তড়িত প্রকৌশল, ইলেক্ট্রনিক্স প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনেটিক্যাল প্রকৌশলে কমপক্ষে সিজিপিএ-৩.০ সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিঙ ডিগ্রি থাকতে হবে।
লিগ্যাল শাখা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্সে সিজিপিএ-৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ-৩.০০ থাকতে হবে।
শিক্ষা শাখা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ-৩.০০ থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ :
উচ্চতা ৬৪ ইঞ্চি
বুকের মাপ সাধারণ অবস্থায় ৩২ ইঞ্চি প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
ওজন বয়স উচ্চতা অনুসারে
দৃষ্টিশক্তি ৬/৬
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত
মহিলা :
উচ্চতা ৬২ ইঞ্চি
বুকের মাপ সাধারণ অবস্থায় ২৮ ইঞ্চি প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি
ওজন বয়স ও উচ্চতা অনুসারে
দৃষ্টিশক্তি ৬/৬
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত
আবেদনের তারিখ
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ আগস্ট ২০২২ তারিখ থেকে। আবেদনের শেষ সময় ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ।
নিয়োগের বাছাই পরীক্ষা
নির্বাচনী / বাছাই পরীক্ষার তারিখ ও সময় : ৪, ৬, ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২২ সকাল ৮টা
পরীক্ষার কেন্দ্র : বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।
Bangladesh air force officer cadet job circular 2022
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ সার্কুলার :
Bangladesh air force officer cadet job circular 2022 – DE-2023A
আবেদনের নিয়ম : আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট র মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে APPLY NOW ক্লিক করে প্রদর্শিত নির্দেশনা দেখে আবেদন করা যাবে।