বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশ করেছে। ১১ নভেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) এই নিয়োগ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন ও বাছাই প্রক্রিয়া শেষে চাকরিতে যোগদানের সম্ভাব্য তারিখ ২ এপ্রিল ২০২৩।
নিয়োগ কর্তৃপক্ষ : | বাংলাদেশ বিমান বাহিনী |
পদের নাম : | এমওডিসি (এয়ার) |
আবেদনের তারিখ : | ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২২ |
আবেদন ফি : | ১৫০ টাকা |
যোগদানের তারিখ : | ২ এপ্রিল ২০২৩ (সম্ভাব্য) |
ওয়েবসাইট : | www.joinbangladeshairforce.mil.bd |
লিখিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার সময়সূচি : ১৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে জেলাভেদে পর্যায়ক্রমে বাছাই পরীক্ষা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার সূচি ও জেলা তালিকা দেয়া আছে।
Bangladesh Air Force MODC Job Circular 2022 pdf download link
https://joinairforce.baf.mil.bd/career_modc
Rank of MODC (Air) of Bangladesh Air Force in descending order are: