দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সান্ধ্য কোর্সের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ক্রমে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।
সান্ধ্য কোর্স বন্ধ করার কারণ হিসেবে ইউজিসির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে, সান্ধ্য কোর্স পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এছাড়া ইউজিসির অনুমোদন না নিয়েই দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ, প্রোগ্রাম ও ইনস্টিউট খুলে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা বাঞ্ছনীয় নয়।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম স্বাক্ষিরিত এ-সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের কাছে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ ও পদ সৃষ্টিতে ইউজিসির পূর্বানুমোদন, পদন্নোতি ও নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণসহ মোট ১৩টি নির্দেশনা দিয়েছে ইউজিসি।