বিশ্ব গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্য জয়

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ গণিত দল। রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ দলের নূর মোহাম্মদ শফিউল্লাহ (ঢাকা কলেজ) ও ব্রোঞ্জপদক জিতেছে আদিব হাসান (ময়মনসিংহ জিলা স্কুল)।
অন্য চার সদস্য পেয়ছে সম্মানজনক স্বীকৃতি। সদস্যরা হলো- সাজিদ আকতার তূর্য, সানজিদ আনোয়ার, আসিফ ই এলাহি ও মোতাসিম মিম।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ৫৫ তম ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড (আইএমও) অনুষ্ঠিত হয়।

এডু ডেইলি ২৪