সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রদত্ত বিসিএস সিলেবাস (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক) ও নম্বর বণ্টন এখানে তুলে ধরা হলো। বিসিএস প্রিলিমিনারিতে মোট ১০টি বিষয়ের ওপর পরীক্ষা হয়। সব বিষয় মিলিয়ে মোট নম্বর ২০০।
বিসিএস প্রিলিমিনারির বিষয় ও নম্বর বণ্টন :
১। বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫
২। English Language and Literature – 35
৩। বাংলাদেশ বিষয়াবলি – ৩০
৪। আন্তর্জাতিক বিষয়াবলি – ২০
৫। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব.) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – ১০
৬। সাধারণ বিজ্ঞান – ১৫
৭। কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি – ১৫
৮। গাণিতিক যুক্তি – ১৫
৯। মানসিক দক্ষতা – ১৫
১০। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন – ১০
………
১. বাংলা ভাষা ও সাহিত্য (মান ৩৫) :
> ভাষা (১৫) : প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস।
> সাহিত্য (২০) : ক. প্রাচীন যুগ ও মধ্যযুগ,
খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান পর্যন্ত)
2. English Language and Literature (Marks 35) :
> Part -I : Language (20)
A. Parts of Speech :
The Noun : The Determiner, The Gender, The Number, The Pronoun.
The verb : Finite, Transitive and Intransitive verb.
The Non-Finite verb : participles, infinitives, gerund.
The Linking verb, The Phrasal verb, Modals, The Adjective, The Adverb, The Preposition,
The Conjunction.
B. Idioms & Phrases : Meaning of Phrases,
Kinds of Phrases, Identifing Phrases.
C. Clauses : The Principle Clause, The Subordinate Clause, The Noun Clause, The Adjective Clause, The Adverbial Clause and its types.
D. Corrections : The Tense, The Verb, The Preposition, The Determiner, The Gender, The Number, Subject-Verb Agreement.
E. Sentences & Transtormations :
The Simple Sentence, The Compound Sentence, The Complex Sentence, The Active Voice, The Passive Voice, The Positive Degree, The Comparative Degree, The Superlative Degree.
F. Words : Meanings, Synonyms, Antonyms, Spellings, Usage of words as various parts of speech, Formation of new words by adding prefixes and suffixes.
G. Composition : Name of parts of paragraphs/ letters/ applications
> Part-II : Literature (15)
H. English Literature : Name of writers of literary pieces from Elizabethan period to the 21st century,
Quotations from drama/poetry of different ages.
৩. বাংলাদেশ বিষয়াবলি (মান ৩০) :
ক. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি (৬) : প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস : ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন; ছয় দফা আন্দোলন ১৯৬৬; গণ-অভ্যুত্থান ১৯৬৮-১৯৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
খ. বাংলাদেশের কৃষিজ সম্পদ (৩) : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা
গ. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী, উপজাতিসংক্রান্ত বিষয়াদি। ৩
ঘ. বাংলাদেশের অর্থনীতি (৩) :
উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
ঙ. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য (৩) :
শিল্পোৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানীকরণ, গার্মেন্টশিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন ও অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।
চ. বাংলাদেশের সংবিধান (৩) :
প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।
ছ. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা (৩) :
রাজনৈতিক দলগুলোর গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।
জ. বাংলাদেশের সরকারব্যবস্থা (৩) :
আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনার কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার।
ঝ. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার,
বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি। ৩
৪. আন্তর্জাতিক বিষয়াবলি (মান ২০) :
ক. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি। ৪
খ. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। ৪
গ. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। ৪
ঘ. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। ৪
ঙ. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। ৪
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্বপরিচয়), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (মান ১০)
ক. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব। ২
খ. অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। ২
গ. বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। ২
ঘ. বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন—অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২
ঙ. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। ২
৬. সাধারণ বিজ্ঞান (মান ১৫)
> ভৌত বিজ্ঞান (৫) : পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতি বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিকস, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্স-রে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।
> জীববিজ্ঞান (৫) : পদার্থের জীববিজ্ঞানবিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোকসংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃিপণ্ড এবং হৃদেরাগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রিশন, পরাগায়ণ ইত্যাদি।
> আধুনিক বিজ্ঞান (৫) :
পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগজীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি।
৭. কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি (মান ১৫)
> কম্পিউটার : কম্পিউটার পেরিফেরালস : কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি;
কম্পিউটারের অঙ্গসংগঠন : সিপিইউ, হার্ডডিস্ক, এএলইউ ইত্যাদি;
> কম্পিউটারের পারঙ্গমতা;
–দৈনন্দিন জীবনে কম্পিউটার : কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি;
কম্পিউটারের নম্বর ব্যবস্থা;
অপারেটিং সিস্টেমস;
এমবেডেড কম্পিউটার;
কম্পিউটারের ইতিহাস;
কম্পিউটারের প্রকারভেদ;
–কম্পিউটার প্রগ্রাম : ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি
ডাটাবেইস সিস্টেম।
> তথ্য-প্রযুক্তি (৫) :
ই-কমার্স; সেলুলার ডাটা নেটওয়ার্ক : টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি;
– কম্পিউটার নেটওয়ার্ক : ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি;
দৈনন্দিন জীবনে তথ্য-প্রযুক্তি;
স্মার্টফোন;
ওয়ার্ল্ডওয়াইড ওয়েব;
ইন্টারনেট;
–নিত্যপ্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি :
ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি;
ক্লায়েন্ট-সার্ভার ম্যানেজমেন্ট;
মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ;
–তথ্য-প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ : গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি;
ক্লাউড কম্পিউটিং;
সোশ্যাল নেটওয়ার্কিং : ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি;
রোবটিকস;
সাইবার অপরাধ।
৮. গাণিতিক যুক্তি (মান ১৫) :
ক. বাস্তব সংখ্যা, লসাগু ও গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি – ৩
খ. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ – ৩
গ. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ধারা – ৩
ঘ. রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্তসংক্রান্ত উপপাদ্য, পরিমিতি – সরলক্ষেত্র ও ঘনবস্তু – ৩
ঙ. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা – ৩
৯. মানসিক দক্ষতা (মান ১৫) :
ক. ভাষাগত যৌক্তিক বিচার,
খ. সমস্যা সমাধান,
গ. বানান ও ভাষা,
ঘ. যান্ত্রিক দক্ষতা, ৫. স্থানাঙ্ক সম্পর্ক,
ঙ. সংখ্যাগত ক্ষমতা।
১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (মান ১০) :
– Definition of Values and good Governance;
– Relation between Values and good Governance;
– General Perception of Values and good Governance;
– Importance of Values and good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals;
– Impact of Values and good Governance in national development;
– How the element of good Governance and Values can be established in society in a given social context.
– The benefits of Values and good Governance and the cost society pays adversely in their absence.
# লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বণ্টন : মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)।
(১) সাধারণ ক্যাডারের জন্য :
বিষয় নম্বর
(ক) বাংলা ২০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে)
(চ) সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০
সর্বমোট = ১১০০
(২) প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য :
বিষয় নম্বর বণ্টন
(ক) বাংলা ১০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে)
(চ) সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় ২০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০
সর্বমোট = ১১০০
সূত্র : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন