বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ১৩ ক্যাটাগরির পদে মোট ৬৮ জন নিয়োগ দেবে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA)। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২২। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে, ১৫ জন।
প্রতিষ্ঠান : | রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) |
চাকরির ধরন : | সরকারি চাকরি (Government job) |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : | ১ আগস্ট ২০২২ |
পদের ধরন : | ১৩টি |
মোট শূন্য পদের সংখ্যা : | ৬৮টি |
আবেদন ফি : | পদভেদে ৫৬০, ৪৪৮ ও ৩৩৬ টাকা |
আবেদনের মাধ্যম : | অনলাইন |
অনলাইনে আবেদন শুরু : | ৮ আগস্ট ২০২২ |
আবেদনের শেষ সময় : | ৩১ আগস্ট ২০২২ |
অফিসিয়াল ওয়েবসাইট : | https://www.bepza.gov.bd |
আবেদনের লিংক : | http://bepza.teletalk.com.bd |
চলুন বেপজা চাকরির বিজ্ঞপ্তি 2022 অনুসারে এই সেকশন হতে শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য জেনে নেই।
১. পদের নাম : সহকারী পরিচালক (প্রশাসন)
২. পদের নাম : সহকারী পরিচালক (ক:অ:/শি:স:/ইএস/বিউ)
৩. পদের নাম : সহকারী পরিচালক (হিসাব/ নিরীক্ষা)
৪. পদের নাম : নিরাপত্তা কর্মকর্তা
৫. পদের নাম : সহকারী নিরীক্ষা কর্মকর্তা/সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা
৬. পদের নাম : জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার
৭. পদের নাম : নিরাপত্তা পরিদর্শক
৮. পদের নাম : ক্যাশিয়ার
৯. পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
১০. পদের নাম : সার্ভিস বয়
১১. পদের নাম : সহকারী বাবুর্চী
১২. পদের নাম : ডিসপাস রাইডার
১৩. পদের নাম: প্লাম্বার সহকারী
আবেদন শুরু | ৮ আগস্ট ২০২২ সকাল ১০টা |
আবেদন শেষ | ৩১ আগস্ট ২০২২ বিকাল ৫টা |
চলুন দেখি উল্লিখিত সময়সীমার মধ্যে কিভাবে অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করবেন।
টেলিটক প্রিপেইড নাম্বার থেকে ২টি এসএমএস send করে আবেদন ফি জমা দেয়া যাবে।
১ম SMS: BEPZA <স্পেস> User ID টাইপ করে 16222 নম্বরে Send করুন।
২য় SMS: BEPZA <স্পেস> Yes <স্পেস> PIN টাইপ করে 16222 নম্বরে Send করুন।
নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য bepza.teletalk.com.bd অথবা https://www.bepza.gov.bd ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে। এছাড়াও যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে ক্ষুদের বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য যে, ২০২২ সালের বেপজা নিয়োগ পরীক্ষার রেজাল্ট বা ফলাফল একই ভাবে জানতে পারবেন।
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।