শিক্ষা বার্তা

ব্যাংকার্স ভাইভা বোর্ড বই আসছে

ব্যাংকার্স ভাইভা বোর্ড বই বাজারে আসছে শিগগিরই। এই বইয়ে ৩২ জন ব্যাংকারের বাস্তব অভিজ্ঞতার কথা লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন। বইটি পেতে হলে প্রি-অর্ডার করতে হবে। ইতোমধ্যে প্রি-অর্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রি-অর্ডার করা প্রথম ৫০০ জনের মধ্যে লটারির মাধ্যমে ৫০ জনকে দেয়া হবে বইয়ের নাম সংবলিত আর্কষণীয় চাবির রিং। বইটিতে রয়েছে ৩২ জন ব্যাংকারের প্রায় অর্ধশত ভাইভা অভিজ্ঞতা ও তাদের ভাইভা পরামর্শ।

এছাড়া অন্য অধ্যায়গুলোতে ব্যাংক, ব্যাংকিং সম্পর্কিত প্রশ্নোত্তর। অর্থনীতি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রশ্নোত্তর, ব্যবসায় ও অর্থনীতি সম্পর্কিত প্রশ্নোত্তর, বাজেট সংশ্লিষ্ট প্রশ্নোত্তর, জেলাভিত্তিক প্রশ্নোত্তর ছাড়াও আরো অনেক ইত্যাদি।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘বইটি ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ভাইভা প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে। পাঠকের ভাইভা প্রস্তুতির পাশাপাশি, ভাইভা ভীতি কাটাতে সাহায্য করবে বইটি। বইটি একরকম মেন্টরের ভূমিকা পালন করবে।’ বইটি প্রি-অর্ডার করা যাবে ফোন করে।

ব্যাংকার্স ভাইভা বোর্ড – বই
এডু ডেইলি ২৪