চাকরির খবর

জব হায়ারার্কি-১ : ব্যাংক জব

রবিউল আলম লুইপা, ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা)

ব্যাংক জব প্যাশন হলে, প্রস্তুতি শুরু করার আগেই আপনার স্বপ্নের চাকরীর হায়ারার্কি, বেতন সহ বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন (চিত্র দ্রষ্টব্য)।

প্রাসঙ্গিক তথ্য :
(১) গ্রেড ৭ এবং গ্রেড ৮ প্রমোটেড পোস্ট নয়, সিনিয়র স্কেল এর মাধ্যমে যেতে হয়।
(২) ম্যানেজার বা ব্যবস্থাপক কোন পদ না, এটি দায়িত্ব। ছোট ব্রাঞ্চে (যেমন ইউনিয়ন) সিনিয়র/প্রিন্সিপাল অফিসারকে ম্যানেজার করা হয়, মাঝারি ব্রাঞ্চে (যেমন উপজেলা) পর্যায়ে প্রিন্সিপাল অফিসার/সিনিয়র প্রিন্সিপাল অফিসারকে ম্যানেজার করা হয়, কর্পোরেট গ্রেড-২ ব্রাঞ্চে এজিএম কে ম্যানেজার করা হয়, কর্পোরেট গ্রেড-১ ব্রাঞ্চে ডিজিএম কে ম্যানেজার করা হয়।
(৩) বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর সরকার কর্তৃক আলাদাভাবে নিয়োগ লাভ করেন। তবে ডেপুটি গভর্নর সাধারণত এক্সিকিউটিভ ডিরেক্টর থেকেই নেয়া হয়। বাণিজ্যিক ব্যাংক গুলোর পরিচালকগণ সরকার কর্তৃক আলাদাভাবে নিয়োগ লাভ করেন। এবং পরিচালকগণ থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়।
(৪) জনতা ব্যাংকে অফিসার কে এসিস্যান্ট এক্সিকিউটিভ অফিসার, সিনিয়র অফিসারকে এক্সিকিউটিভ অফিসার, প্রিন্সিপাল অফিসার কে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসারকে ফার্স্ট এজিএম বলা হয়। তবে ২০১৭ তে এটি পুনরায় আগের ফরম্যাট এ (অন্য ব্যাংকের মতো) আনার পরিকল্পনাটি প্রক্রিয়াধীন।

ব্যাংক জব পদ সোপান
এডু ডেইলি ২৪