তথ্য প্রযুক্তি

মাউশি অ্যাপ : শিক্ষক-কর্মচারীদের জন্য ১৬০ সেবা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অর্থাৎ মাউশি অ্যাপ চালু করতে যাচ্ছে শিগগিরই। এই অ্যাপে ১৬০ রকমের সেবা পাওয়া যাবে। এই স্মার্টফোন অ্যাপের মাধ্যমেই দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনছে মাউশি। আগামীতে এসব সেবা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও নিতে পারবেন। কোনো সেবার ব্যাপারে আবেদন করা হলে সেটার স্ট্যাটাস কী অবস্থায় আছে সেটাও জানা যাবে। এ সেবা চালুর মাধ্যমে ঘুষ, অনিয়ম ও ভোগান্তি দূর হবে বলে মাউশি কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাউশি যেসব কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলোর মধ্যে আছে- অ্যাপের মাধ্যমে সেবা প্রদান, শিক্ষা তথ্য ব্যবস্থানা পদ্ধতিতে (ইএমআইএস) শিক্ষকদের সব তথ্য সংরক্ষণ সফটওয়্যার আপডেটকরণ, শিক্ষার্থীদের ক্লাস ও সেলফ মূল্যায়ন, শিক্ষক মূল্যায়ন এবং বিশেষ দিবসে বঙ্গবন্ধুর অবদানগুলো নিয়ে রচিত বুকলেট বিতরণসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেশ কিছু কার্যক্রম।

মাউশির পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে জানান, সরকারের এটুআই প্রকল্পের আওতায় মাউশির অধীন সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এমপিওভুক্তি কার্যক্রম, পে-স্কেল-টাইম স্কেল, নিয়োগ-বদলি, পদোন্নতি, তথ্য সংশোধন, অবসর সুবিধাসহ ১৬০ ধরনের সার্ভিস বা সেবা নিতে মাউশিতে নিয়মিত আসেন। একটি অ্যাপের মাধ্যমে এসব সেবা দেয়া হবে, দূর-দূরান্ত থেকে কষ্ট করে ঢাকার মাউশিতে আসতে না হয়। যেকোনো জায়গা থেকে আবেদন করেই মাউশি’র কাঙ্খিত সেবা পাওয়া যাবে।

এসব কর্মসূচি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

এডু ডেইলি ২৪