দেশের আলিয়া মাদ্রাসায় আলিম ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ (শিক্ষাবর্ষ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) ১২ পৃষ্ঠার ভর্তি সংক্রান্ত কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী সম্প্রতি প্রকাশিত হয়েছে। অনলাইনে ভর্তির আবেদনের ফরম পূরণ করা যাবে আগামী ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। আবেদনের সময় সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করা যাবে।
প্রাথমিক নিশ্চায়নের পর কোনো পছন্দের তালিকা পরিবর্তন করা যাবে না। আবেদনের সময় শিক্ষার্থীকে নিজের অথবা অভিভাবকের একটি মোবাইল নম্বর দিতে হবে। একাধিক শিক্ষার্থীর আবেদনে একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না।
এদিকে, রাজধানী ঢাকার বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলিম ১ম বর্ষে (একাদশ শ্রেণিতে) ৩টি বিভাগে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ১২ ডিসেম্বর ২০২২ (সোমবার) অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
আলিয়া মাদ্রাসার আলিম ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ বিভাগে ছাত্র ভর্তি করা হবে। এ কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩১ ডিসেম্বর প্রকাশিত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
অনলাইনে আলিম ভর্তি আবেদন করতে হবে অনলাইনে ৫টি ধাপে :
এছাড়াও ভর্তি সংক্রান্ত কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী নির্ধারিত ওয়েবসাইট http://www.xiclassadmission.gov.bd এবং মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট http://www.bmeb.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।