জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্ব রেজাল্ট ২০২২ (সেশন ২০১৯) প্রকাশ করেছে। ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্স ফাইনাল রেজাল্ট ২ অক্টোবর ২০২২ বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমে জানা যাবে।
University : | National University (NU) |
Result of program : | Masters final year (2019) |
Session : | 2019 session |
Total Examinee : | 1,30,375 students |
Result date : | 2-10-2022 |
Result link : | https://www.nu.ac.bd/results/ |
এ পরীক্ষায় মোট ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে ৮৮ হাজার ৪২৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.nu.ac.bd/results) ২ অক্টোবর ২০২২ থেকে এই ফলাফল পাওয়া যাবে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU <SPACE> MF <SPACE> ROLL NO/Registration টাইপ করে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
মেসেজের উদাহরণ : NU MF 1234565