চাকরির খবর

মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস ২০২২ [টিকিট মেশিন অপারেটর]

টিকিট মেশিন অপারেটর পদে মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস ২০২২ প্রকাশিত হয়েছে।মেট্রোরেল-এর অধীনস্থ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার সূচি ও সিলেবাস সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিট মেশিন অপারেটর পদের নিয়োগ পরীক্ষা (MCQ) হবে ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১০টা থেকে ১১.২০টা পর্যন্ত। পরীক্ষার স্থান বা কেন্দ্র : এমআইটি (মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি), মিরপুর সেনানিবাস, ঢাকা।

Metro rail-এর Ticket machine operator লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ৪টি বিষয়ের উপর। আকারে গ্রহণ করা হবে। 

মেট্রোরেল নিয়োগ ২০২২

নিয়োগ প্রতিষ্ঠান :ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড / Metro rail
পদের নাম :টিকিট মেশিন অপারেটর
পদের সংখ্যা :
লিখিত পরীক্ষার তারিখ ও সময় :১৭ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা
লিখিত পরীক্ষা পদ্ধতি : MCQ
পরীক্ষার সময় :১ ঘণ্টা ২০ মিনিট
Metro rail exam date 2022

মেট্রোরেল নিয়োগ পরীক্ষার পদ্ধতি ও বিষয়

  • লিখিত পরীক্ষা পদ্ধতি : MCQ (বহু নির্বাচনী প্রশ্ন)
  • পরীক্ষার সময় : ১ ঘণ্টা ২০ মিনিট

লিখিত পরীক্ষার বিষয়বস্তুর (topic) তালিকা

ক. দেশ ও কৃষ্টি
খ. মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি ব্যাকরণ
গ. মাধ্যমিক পর্যায়ের গণিত
ঘ. মেট্রোরেল

মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট মেশিন অপারেটর (ticket machine operator) পদের বিপরীতে যেসব প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পাওয়া গেছে, তাদের বর্তমান ঠিকানায় পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি উল্লেখ করে বিশেষভাবে ডাকযোগে (আন্ডার সার্টিফিকেট অব পোস্টিং) আবার admit card (প্রবেশপত্র) পাঠানো হবে।

Metro rail ticket machine operator exam date and syllabus 2022

মেট্রোরেল নিয়োগ পরীক্ষার তারিখ ও সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২
এডু ডেইলি ২৪