মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৩৪% পাস

Rate this post

২০১৪-১৫ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও ডিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল আজ (২৬ অক্টোবর, রবিবার) দুপুর প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় মোট ২২,৭৫৯ জন শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, পাসের হার ৩৪ শতাংশ।
ফলাফল পাওয়া যাবে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dghs.gov.bd), অথবা এই লিংকে (এমবিবিএস)- http://app.dghs.gov.bd/mbbs/
বিকল্প এই লিংকেও ফলাফল পাওয়া যাবে- http://dghs.teletalk.com.bd/mbbs/options/result.php
নির্বাচিতদের তালিকা পেতে এখানে ক্লিক করুন- http://www.dghs.gov.bd/images/docs/Admission/Selected_ForPub14_15.pdf
ওয়েটিং লিস্ট পেতে এখানে ক্লিক করুন- http://www.dghs.gov.bd/images/docs/Admission/SelectedWaitingForPub14_15.pdf
পাস করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১০ জানুয়ারির মধ্যে।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি মোট ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১০,২৯৯ আসনের বিপরীতে এ বছর ৬৯,৪৭৭ জন শিক্ষার্থী আবেদন করেন।
আসন সংখ্যা :
দেশের ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩ ,১৬২টি এবং ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন আছে। তাছাড়া ৫৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসন আছে যথাক্রমে ৫,৩২৫ এবং ১,২৮০টি।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *