মেডিকেল ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নেওয়ার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটি। করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আগামী অক্টোবরের ৩য় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে।
৩১ আগস্ট ২০২০ (সোমবার) সচিবালয়ে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হবে।
এদিকে, মেডিকেলের শেষ বর্ষের পরীক্ষার্থীর বহু দিন ধরে পরীক্ষার দাবিতে কর্মসূচি পালন করে আসছিল।
মন্ত্রিসভায় পরীক্ষা নেওয়ার ব্যাপারে চূড়ান্ত অনুমতি দেয়া হলে শ্রেণিকক্ষে পরীক্ষা অনুষ্ঠান হবে। ইতোপূর্বে একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া প্রায় ২০০০ মেডিকেল শিক্ষার্থী এই পরীক্ষার মাধ্যমে শিক্ষাজীবন শেষ করার সুযোগ পাবেন।
সচিবালয়ের সভায় অংশ নেন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরা।
সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবী শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রণালয় ও বিভিন্ন মেডিকেলের প্রধানরা মেডিকেল ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নেওয়ার পক্ষে ঐক্যমত হয়েছেন। তাই বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া এ পরীক্ষা নেওয়ার ব্যাপারে আপাতত কোনো বাধা নেই। সামনের কেবিনেট মিটিংয়ে বিষয়টি অবহিত করা হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরীক্ষার প্রস্তুতি নেবে।