মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ [ Medical college admission question solution 2023] এখানে দেওয়া হলো। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ১০ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০-১১টায়। ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। এবার প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন পড়েছে। এই হিসেবে এবার সরকারি মেডিকেলে আসনপ্রতি ৩২ জনের বেশি শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে। গত বছর (২০২২) এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেল ভর্তি পরীক্ষা বসেছিলেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৩৩ জন।
শিক্ষা প্রতিষ্ঠান : | সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ / ইউনিট |
শিক্ষাবর্ষ : | ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ |
যোগ্যতা : | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৯ (পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ৮) |
আবেদন : | ১২/২/২০২৩ থেকে ২৩/২/২০২৩ |
পাস নম্বর : | ৪০ |
ভর্তি পরীক্ষা | ১০ মার্চ ২০২৩ সকাল ১০টা |
প্রবেশপত্র ডাউনলোড | ৬ ও ৭ মার্চ ২০২৩ |
আবেদনের লিংক : | http://dgme.teletalk.com.bd |
ওয়েবসাইট | https://dgme.portal.gov.bd ও https://dghs.gov.bd |
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ ফলাফল ১২ মার্চ ২০২৩ তারিখ (রবিবার) প্রকাশ করা হবে। ফলাফল পাওয়া যাবে https://dgme.portal.gov.bd ও https://dghs.gov.bd ওয়েবসাইটে।