মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে মেরিন একাডেমিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌ-পরিবহন অধিদপ্তর (dos.gov.bd)। বাংলাদেশ মেরিন একাডেমি (চট্টগ্রাম) সহ সরকারি-বেসরকারকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে (মোট ৯টি) ভর্তির মাধ্যমে নটিক্যাল / ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসেবে যোগ দেয়া যাবে।
কোর্সের নাম : | মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্স ( নটিক্যাল / ইঞ্জিনিয়ারিং ক্যাডেট) |
---|---|
মোট আসন সংখ্যা : | ৫৯০টি |
কোর্সের নাম : | মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্স ( নটিক্যাল / ইঞ্জিনিয়ারিং ক্যাডেট) |
আবেদনের শেষ তারিখ : | ৩১ জুলাই ২০২২ |
আবেদনের লিংক : | https://doscadet.solutionart.net অথবা http://dos.gov.bd |
প্রতিষ্ঠানের নাম | সিট / আসন সংখ্যা |
---|---|
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম | পুরুষ ১৪০ জন ও মহিলা ২০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা | পুরুষ ৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল | পুরুষ ৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর | পুরুষ ৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট | পুরুষ ৫০ জন |
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম | পুরুষ ৬৫ জন ও মহিলা ৫ জন |
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা | পুরুষ ৮০ জন |
ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা | পুরুষ ৪০ জন |
মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম | পুরুষ ৪০ জন |
মেরিন একাডেমি, মেরিটাইম একাডেমি ও মেরিন ফিশারিজ একাডেমিতে অনলাইনে ভর্তি আবেদনের ধাপ ও নিয়ম (নির্দেশনা) দেওয়া হয়েছে ৯ পৃষ্ঠার এই PDF ফরমেটের গাইডলাইনে : https://doscadet.solutionart.net/media/application-guideline.pdf
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ আবেদন জমা দেয়া প্রার্থীদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেবে কর্তৃপক্ষ।
মনোনীত ক্যাডেটরা ২ বছর প্রশিক্ষণ শেষে প্রি-সি নটিক্যাল সায়েন্স অথবা প্রি-সি মেরিন ইঞ্জিনিয়ারিং সনদ পাবেন।
চাকরির শুরুতে একজন ইঞ্জিন ক্যাডেট বা ডেক ক্যাডেট দেশি জাহাজে ৩০০ মার্কিন ডলার এবং বিদেশি জাহাজে ২৫০ থেকে ৩০০ মার্কিন ডলার বেতন পান। চাকরির শুরুতে নবীন মেরিন ইঞ্জিনিয়ারদের বেশ কিছু অসুবিধার মুখোমুখি হতে হয়। কোর্স শেষ করে প্রথম দিকে (অভিজ্ঞতা না থাকায়) চাকরি পেতে কিছুটা সমস্যা হয়। জাহাজ মালিক কিংবা মেরিন এজেন্সির মালিকদের অধীনে কম বেতনে চাকরি করতে হয়। বিদেশি জাহাজে চাকরি হয়েছে কিন্তু ভিসা হয়নি, এমনও অনেক উদাহরণ আছে।
👉🏼 কোন গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবে?
উঃ শুধুমাত্র বিজ্ঞান বিভাগ। মানবিক ও বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের সুযোগ নেই
👉🏼 ভর্তি পরীক্ষা কবে হবে?
উঃ আবেদন শেষ হওয়ার ১০-২০ দিনের মধ্যে ই সম্ভাবনা বেশি। ৫-৬ দিন আগে ই মোবাইলে মেসেজ আসবে।
👉🏼 পরীক্ষা কোথায় হবে?
উঃ গতবছর শুধু ঢাকায় হয়েছিলো। সরকারি বিজ্ঞান কলেজে।
👉🏼 আমার বয়স বেশি/পয়েন্ট কম। আমি কি আবেদন করতে পারব?
উঃ আবেদন করতে পারলেও ভর্তি হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।
👉🏼 ছাত্রীরা কি আবেদন করতে পারবে?
উঃ হ্যাঁ পারবে। সরকারি তে ছাত্রীদের জন্য ২৫ টি সিট রয়েছে।
👉🏼 কিভাবে আবেদন করবো?
উঃ অনলাইনে একটু দক্ষ হলে নিজে ই করা যায়। তবে ১০০ টাক দিয়ে দোকান থেকে ই করা উত্তম।
👉🏼 মোট কতটা এমসিকিউ?
উঃ ২ টা এমসিকিউ তে ১ মার্ক। অর্থাৎ ১০০ মার্কের জন্য ২০০ এমসিকিউ 😃
👉🏼 নেগেটিভ মার্কিং আছে?
উঃ না নাই। তাই ২০০ এর মধ্যে ২০০ টা ই দাগিয়ে আসবা 🤣
👉🏼 সেকেন্ড টাইম আছে?
উঃ বয়স থাকলে শুধু সেকেন্ড টাইম না থার্ড টাইম ও দিতে পারবা🥱
আমার পাশের সিটের ছেলেটা থার্ড টাইম
দিয়ে এখন মেরিন একাডেমি, চট্টগ্রামে পড়তেছে 😘
👉🏼 সিলেকশন কি আবেদনের সময় ই দিতে হবে?
উঃ হ্যাঁ, আবেদনের সময় ই দিতে হবে? #FAYEZUR_RUB
👉🏼 প্রাইভেট ই এ কি সিলেকশন দিবো?
উঃ পড়ার ইচ্ছা না থাকলে সিলেকশন এ রাখার ই প্রয়োজন নাই। কেননা যদি সিলেকশন এ রাখো তবে সেখানে চান্স আসবে। আর তখন ভর্তি কনফার্ম না করলে মাইগ্রেশনের সুযোগ পাবে না। এই মারা টা খেয়ে আমি ও আজ মেরিনার না। আমার পিছনের আরও ৪০ জন পর্যন্ত সরকারি মেরিনে চান্স পাইসে।
by the way ভর্তি কনফার্ম করতে ৫০ হাজার টাকা লাগে 🤣🤣🤣
👉🏼 যদি পরবর্তীতে প্রাইভেট এ পড়ার ইচ্ছা জাগে তার জন্য কি সিলেকশন এ রাখবো?
উঃ আমার মতো মারা না খাইতে চাইলে রাখিও না। কেননা ১ম ওয়েটিং এর পর লিস্টে নাম থাকা যেকোনো কেউ সিট ফাকা সাপেক্ষে যেকোনো প্রাইভেট এ ভর্তি হতে পারবে 🔥
👉🏼 আমার তো জিপিএ কম আমার কি আবেদন করে লাভ হবে?
উঃ আবেদনের যোগ্যতা থাকলে আর ইচ্ছা থাকলে কোনো ভাবনা ব্যাতীত ই আবেদন করে ফেলো। বিশ্বাস করবা না বেশি পয়েন্ট ওয়ালা স্টুডেন্ট কম ই দেখছি 😌
👉🏼এমসিকিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিবো বা কোন কোচিং এ ভর্তি হবো? Admission Infobot
উঃ ভর্তি পরীক্ষার দিন লিফলেট দেখে জানতে পারছি এটার আলাদা কোচিং ও আছে 😁 ভার্সিটির জন্য যেভাবে পড়তেচো ওভাবে পড়লে ই হবে। বিশেষ করে ঢাবি প্রশ্নব্যাংক না সলভ করে হলে না ঢুকার রিকুয়েষ্ট থাকবে আমার পক্ষ থেকে 😊
আর প্রশ্নব্যাংক এর জন্য Admission Assistant এর ৫০ দিনে এমসিকিউ বস কোর্স টি দেখতে পারো। কেননা এখানে মেরিন সহ বিগত ৫ বছরের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক এনালাইসিস করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কোর্স টি সাজানো হয়েছে।
👉🏼 এমসিকিউ পরীক্ষার রেজাল্ট কবে দিবে আর কিভাবে রেজাল্ট হবে?
উঃ পরীক্ষার দিন বা পরের দিন ই দিবে। শুধু এমসিকিউ তে প্রাপ্ত মার্ক অনুসারে সিরিয়াল দেওয়া হবে🔥
👉🏼 সবাই কি শারীরিক পরীক্ষা দিতে পারবে?
উঃ হ্যাঁ যারা ৪০ পেয়ে পাশ করবে সবাই ই শারীরিক পরীক্ষা দিতে পারবে👨🎓
👉🏼শারীরিক পরীক্ষা কয়দিন পরে হবে? Admission Assistant
উঃ এমসিকিউ এর রেজাল্ট দেওয়ার পর কয়েক দিন পর থেকে প্রতিদিন গ্রুপ গ্রুপ করে শারীরিক পরীক্ষা হবে এবং উত্তীর্ণ হলে পরের দিন ভাইবা হবে 💁♂️
👉🏼 শারীরিক পরীক্ষা তে কি কি পরীক্ষা হবে?
উঃ ওজন ও উচ্চতা মাপা, দৌড়, পুশ আপ, দড়ি বেয়ে উঠা, সাঁতার💪
👉🏼 শারীরিক এ কি বাদ দেয়?
উঃ হ্যাঁ। তবে সাঁতার এ বেশি বাদ যায়। যারা অল্প সাতার পারে অর্থাৎ ২০০ মিটার সাতার দিতে পারবে তারা উত্তীর্ণ হবে। আর শারীরিক পরীক্ষাতে আর্মির মতো কড়াকড়ি নেই। কয়েকদিন প্র্যাক্টিস করতে হবে অবশ্যই ⏱️
👉🏼 শারীরিক এ বাদ পড়লে কি বাদ?
উঃ না, আবার পরীক্ষা দিতে পারবে আবেদন করে ✅
👉🏼 ভাইবা তে কিভাবে প্রশ্ন করে?
উঃ ইংরেজিতে মোটামুটি ১০-১২ টা একেবারে সাধারণ প্রশ্ন ও পদার্থ/গণিত/জিকে থেকে প্রশ্ন। ঘাবড়ানোর কোনো কারন নেই 🙂
👉🏼এরপর আর কয়টা পরীক্ষা?
উঃ আরো আছে 😁😁 চূড়ান্ত মেডিকেল ও চক্ষু পরীক্ষা হবে সেখানে।
👉🏼 নটিক্যাল কি ইঞ্জিনিয়ারিং কি?
উঃ নটিক্যাল হচ্ছে ডেক সংশ্লিষ্ট কাজ আর ক্যাপ্টেন পদ পর্যন্ত হওয়া যায়। আর ইঞ্জিনিয়ারিং নিয়ে কি বলার 😁 সর্বোচ্চ পদবী হবে চীফ ইঞ্জিনিয়ার