রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। সহকারী শিক্ষক পদে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় মোট ৪৬২ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে।
প্রতিষ্ঠান : | রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ |
পদের নাম : | সহকারী শিক্ষক |
মোট পদ : | ৪৬২টি |
আবেদন ফি : | ৪০০ টাকা |
আবেদনের শেষ তারিখ : | ৩০ জুন ২০২২ |
অফিসিয়াল ওয়েবসাইট : | http://www.rhdc.gov.bd |
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে মাসিক বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
৩০ জুন ২০২২ তারিখের হিসাবে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম পূরণ করে ৪ নং ক্রমিকে উল্লিখিত কাগজপত্রসহ আগামী ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ‘চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ’ ঠিকানা বরাবর ডাকযোগেও আবেদনপত্র পাঠানো যাবে।
আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফরম যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হবে। নির্ধারিত ‘চাকরির আবেদন ফরম’ ও ‘প্রবেশপত্রের নমুনা ফরম’ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট (http://www.rhdc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।