বোয়েসেলের মাধ্যমে কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। Advanced Technology Company, Kuwait-এর ব্যবস্থাপনায় কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ২৪৪ জন বাংলাদেশি নার্স নিয়োগ দেয়া হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের BOESL (http://www.boesl.gov.bd)-এর (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-এ ডিপ্লোমা নার্স নিয়োগ দেয়া হবে। পদগুলোতে শুধু নারী/মহিলা নার্সরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো নার্সিং ইনিস্টিটিউট হতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন https://forms.gle/sLXWHpZsx4Z8ZFUs5 ওয়েবসাইট থেকে।
আবেদনের শেষ সময় : ১৪ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।