শিক্ষা বার্তা

রাজউক উত্তরা মডেল কলেজে নতুন অধ্যক্ষ

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক। ১৩ জানুয়ারি ২০২১ (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তায়েফ উল হকের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর পর তাকে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ করা হয়।

এদিকে, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে এতদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

এডু ডেইলি ২৪