তথ্য প্রযুক্তি

বাংলাদেশে তৈরি রিয়েলমি স্মার্টফোন কম দামে বাজারে আসছে মার্চে

‘মেড ইন বাংলাদেশ’ লেখা বাংলাদেশে তৈরি রিয়েলমি স্মার্টফোন বাজারে আসছে মার্চ (২০২০) মাসে। এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে চীনা জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড রিয়েলমি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি (২০২০) দেশের বাজারে ব্র্যান্ড চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। মার্চে স্মার্টফোন বাজারে আসার পর মোবাইল যন্ত্রাংশও বাজারে আনবে রিয়েলমি বাংলাদেশ।

রিয়েলমি বাংলাদেশ গণমাধ্যমকে জানায়, গাজীপুরে কারখানা স্থাপন করে সেখানে ২৫০ জনের বেশি কর্মীর মাধ্যমে ৩টি সারিতে স্মার্টফোন তৈরির কাজ চলছে। এ ছাড়া রাজধানী ঢাকার পুলিশ প্লাজায় (গুলশান) কার্যালয় স্থাপন করে ব্যবসা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

রিয়েলমি অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে মান বজায় রেখে প্রতিযোগিতামূলক দামে স্মার্টফোন বিক্রি করা হবে বলে জানিয়েছেন রিয়েলমির দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার অঞ্চলের ব্র্যান্ডিং পরিচালক নিওন শি।

জানা গেছে, ভারতের বাজারে যে দামে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যায়, সে দামে বাংলাদেশে যত টাকা পড়বে- তার খুব কাছাকাছি দামে বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ডের হ্যান্ডসেট পাওয়া যাবে। যদি সত্যিই এমনটি হয় তাহলে অন্যান্য ব্র্যান্ডের বাজার হাতছাড়া হবে!

২০১৮ সালের মে মাসে চীনের শেনজেনে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অপো’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট স্কাই লি’র হাত ধরে যাত্রা শুরু হয় রিয়েলমি’র। ‘ডেয়ার টু লিপ’ স্লোগানে আসা স্মার্টফোন ব্র্যান্ডটি অল্প দিনেই বিশ্বসেরা স্মার্টফোন ব্র্যান্ড তালিকায় সপ্তম স্থান দখল করে নেয়।

এডু ডেইলি ২৪