বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। রাজস্ব খাতভুক্ত ওয়েম্যান (Wayman) পদে মোট ১৩৮৫ জন নিয়োগ দেবে Bangladesh railway। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে (http://br.teletalk.com.bd) ২৫ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ২ মার্চ ২০২৩ বিকাল ৫টার মধ্যে।
চাকরিদাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ রেলওয়ে |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
পদের নাম : | ওয়েম্যান (Wayman) |
শূন্য পদ : | ১৩৮৫টি পদ |
শিক্ষাগত যোগ্যতা : | এসএসসি/সমমান |
বয়স : | ১৮-৩০ বছর (সাধারণ প্রার্থী) |
আবেদন শুরুর তারিখ | ২৫ জানুয়ারি ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ২ মার্চ ২০২৩ |
আবেদনের লিংক : | http://br.teletalk.com.bd |
ওয়েবসাইট : | http://railway.gov.bd |
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে http://br.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে।
পরীক্ষা ফি ও সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
২৫ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ২ মার্চ ২০২৩ বিকাল ৫টার মধ্যে।
বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান পদে চাকরির আবেদনের নিয়ম বা ধাপ :
ওয়েম্যান পদের আবেদন ফি ১১২ টাকা (চার্জ সহ)। অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই আবেদন ফি টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএস-এর মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী একটি Applicant’s Copy পাবেন। Applicant’s Copy তে থাকা User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
নিচে উল্লেখ করা পদ্ধতিতে Teletalk Prepaid SIM থেকে ২ ধাপে SMS পাঠানোর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে :
উল্লেখ্য, প্রথম SMS পাঠানো হলে একটি PIN নম্বর আপনাকে দেওয়া হবে। দ্বিতীয় SMS এ PIN নম্বরটি ব্যবহার করতে হবে। সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে উপরুক্ত নিয়ম SMS দু’টি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাকে একটি কনফার্মেশন ম্যাসেজে আবেদন সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সাথে একটি Password ও দেওয়া হবে।
বেতনের পাশাপাশি সরকারি বিধিমালা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাতা, বোনাস বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
ওয়েম্যান হয়ে জয়েন করার পর প্রোমোশন হলে (কী-ম্যান) তার পর প্রোমোশন নিলে (মেট) হতে পারবেন।
Bangladesh railway wayman job circular 2023 pdf download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/ecd5567c_536e_4729_9409_0603a9e9a828/03%2017.01.23.pdf
বিস্তারিত জানতে ক্লিক করুন >> Click
রেলওয়েতে ওয়েম্যান পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।