রেলওয়ে নিয়োগ ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গেইটম্যান (ট্রাফিক) পদে ৬৮৪ জনকে নিয়োগ দেয়া হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই ২০২২।
প্রতিষ্ঠানের নাম : | বাংলাদেশ রেলওয়ে |
পদের নাম : | গেইটম্যান (ট্রাফিক) |
মোট পদ : | ৬৮৪টি |
যোগ্যতা : | এসএসসি/সমমান |
আবেদনের তারিখ : | ৬/৬/২০২২ থেকে ১৮/৭/২০২২ |
ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে পুরুষ/নারী প্রার্থীরা আবেদন করা যাবে।
১ জুন ২০২২ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
পাবনা ও লালমনিরহাট ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও রেলওয়ে পোষ্য কোটার সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
রেল লাইনের লেভেল ক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রেল ক্রসিংয়ের গেইটে সাধারণত ২ জন গেইট কিপার দায়িত্বে থাকার নিয়ম। তবে লোকবল সংকটের কারণে কোনো কোনো ক্ষেত্রে ১ জন দায়িত্ব পালন করেন। রেল লাইনের যেসব এলাকায় অন্যান্য গাড়ি ও মানুষ চলাচলের রাস্তা আছে, রেল আসার সময় সেসব রাস্তা বন্ধ করে গেট কিপাররা। অর্থাৎ, রেল আসার সময় দুই সাইডে থাকা যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করার জন্য উভয় দিক থেকে গেট বন্ধ করে দেওয়া হল গেট কিপারদের কাজ। এর ফলে সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এই পদে পুুরুষ ও মহিলা উভয়েই আবেদনের সুযোগ পান।
Bangladesh railway gateman (traffic) job circular 2022 pdf download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/a475c763_9879_4cec_9195_7ebbe2a8f518/56.pdf