বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ (চূড়ান্ত) ২৭ নভেম্বর প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ফলাফলে ৮৬৪ জনকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। এর আগে, ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে পয়েন্টসম্যান নিয়োগের লিখিত (mcq) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আর ৩০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪০৫৬ জন প্রার্থী। এসব প্রার্থীদের পরবর্তীতে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিয়েছেন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের মধ্য থেকে ভাইভার মাধ্যমে চূড়ান্তভাবে ৮৬৪ জনকে বাছাই করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ রেলওয়ে |
পদের নাম | পয়েন্টসম্যান (গ্রেড-১৮) |
পদের সংখ্যা: | ৭৬২টি |
আবেদনের তারিখ | ২৩ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বার ২০২১ |
নিয়োগ পরীক্ষা (MCQ) | ৯ সেপ্টেম্বার ২০২২ সকাল ১০-১১টা |
লিখিত পরীক্ষার রেজাল্ট | ৩০ সেপ্টেম্বর ২০২২ |
চূড়ান্ত ফলাফলের তারিখ : | ২৭ নভেম্বর ২০২২ |
চূড়ান্তভাবে নির্বাচিত : | ৮৬৪ জন |
ওয়েবসাইট: | http://www.railway.gov.bd |
Bangladesh railway pointsman exam result 2022 pdf (Final) download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/1eb05078_fd75_46ca_859b_bfdcc89d49b7/pointsman%20final%20result.pdf
………………………………….
রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ (লিখিত) এর pdf (৮ পৃষ্ঠা) ডাউনলোড করা যাবে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
Bangladesh railway pointsman mcq exam result 2022 and viva date pdf download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/a3cd250b_fdf6_43c8_9809_801da46a44d0/%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%96%E0%A6%BF%E0%A6%A4%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2-2022.pdf