শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন আজ

Rate this post

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আজ (৮ জানুয়ারি ২০২০, বুধবার)। এক যুগ পর এ সমাবর্তন হচ্ছে। এর আগে ২০০৭ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।

তৃতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১২ শিক্ষার্থী ও স্নাতকোত্তরের ৮ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়া হবে। অন্যদিকে অনুষদে প্রথম হওয়া মোট ৮৯ জন শিক্ষার্থীকে উপাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হবে।

সমাবর্তন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। রং-বেরঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে মূল ফটক, এককিলো, গোলচত্বর, বঙ্গবন্ধু চত্বর, চেতনা একাত্তর, বিভিন্ন একাডেমিক ভবনগুলো।

এবারের সমাবর্তনে অংশ নেওয়ার জন্য মোট ৬,৭৫০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে স্নাতক পর্যায়ে ৪,৬১৭ জন, স্নাতকোত্তর পর্যায়ে ১,১২৭ জন, পিএইচডি পর্যায়ে ২ জন, এমবিবিএস ৮৭৮, এমএস ও এমডি ডিগ্রিধারী ৬ জন এবং নার্সিংয়ের ১২০ জন।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *