বিশ্ববিদ্যালয়ে ওপেন কালচার চাই না, তালেবানি কালচার নিয়ে গর্বিত : শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ

5/5 - (5 votes)

“বিশ্ববিদ্যালয়ে ওপেন কালচার চাই না, তালেবানি কালচার নিয়ে গর্বিত” বলে বক্তব্য দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাফেরার সমালোচনা করে শাবিপ্রবি উপাচার্য বলেছেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয়, এখানে ওপেন কালচার ছিল, ছেলেমেয়েরা যা খুশি, তাই করতে পারত। কেউ কিছু বলতে পারত না। কারণ, তাদের বয়স ১৮ বছর। কিন্তু আমি বলেছি, রাত সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের হলে ঢুকতে হবে। তারা এটার নাম দিয়েছে তালেবানি কালচার। তালেবানি কালচার নিয়ে আমি খুবই গৌরবান্বিত, এটা নিয়ে থাকতে চাই। আমি ওপেন কালচার চাই না।’

২০ সেপ্টেম্বর ২০২৩ (বুধবার) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত তথ্য অধিকারবিষয়ক এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের চলাফেরা নিয়ে আরও সমালোচনা করে উপাচার্য বলেন, ‘তাদের (শিক্ষার্থীদের) বাবা-মায়েরা সারা রাত ঘুরে বেড়ানোর জন্য এখানে পাঠাননি। বাবা-মায়েরা কিন্তু উৎকণ্ঠার মধ্যে থাকেন, টেনশনে থাকেন; আমার মেয়ে কোথায় আছে, ছেলে কোথায় আছে। সে জন্য তাদের দায়িত্ব আমরা নিয়েছি। আমরা তাদের গার্ডিয়ান, আমরা তাদের হেফাজতকারী। আমরা কিন্তু ওই জিনিসটা কোনোভাবেই অ্যালাউ করব না।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও ইউজিসির সচিব ফেরদৌস জামান।

সেমিনারে মূল আলোচকের বক্তব্য দেন ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপপরিচালক মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.