চাকরির খবর

১,১৯৯ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৭ জানুয়ারি ২০২০ তারিখে (মঙ্গলবার) এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৬০৪টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ১০টি ট্রেডে ১,১৯৯টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। ১৫তম নিবন্ধনের উত্তীর্ণ প্রার্থীরাও নিয়োগ পেতে আবেদন করতে পারবেন।

১,১৯৯ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে :
http://ntrca.portal.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/notices/2cdb8a3f_f83f_4835_a49e_af30c3c82f79/2020-01-07-16-45-879579bb3a934a9628eddee3c1690b7d.pdf

১,১৯৯ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি – এনটিআরসিএ
এডু ডেইলি ২৪