চাকরির খবর

সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ ২০২২ : পদ ১৫০টি, বেতন ৮০-৯০ হাজার টাকা

বোয়েসেলের (BOESL) মাধ্যমে সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ দেয়া হবে। মোট পদ ১৫০টি। এর মধ্যে পুরুষ নার্সদের পদ ৫টি, যোগ্যতা বিএসসি ইন নার্সিং, বেতন ৯০,০০০। আর মহিলা নার্সদের পদ ১৪৫টি, যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং, বেতন ৮০,০০০।

কুয়েতে নার্স নিয়োগ ২০২২

দেশ : কুয়েত
পদের নাম : নার্স
পদের সংখ্যা : ১৫০টি (৫ জন পুরুষ, ১৪৫ জন মহিলা)
রিক্রুটের মাধ্যম : সরকারিভাবে BOESL এর মাধ্যমে
মাসিক বেতন : মহিলা ৮০,০০০ টাকা, পুরুষ ৯০,০০০ টাকা
বাৎসরিক ইনক্রিমেন্ট : ৩২৩১ টাকা (১০ কুয়েতি দিনার)
আবেদনের শেষ তারিখ : ৭ নভেম্বর ২০২২
বাছাই পরীক্ষা পদ্ধতি : নৈর্ব্যক্তিক (৩০ নম্বর)
পরীক্ষার তারিখ : ১৮ ও ১৯ নভেম্বর ২০২২ (সম্ভাব্য)
BOESL nurse recruitment for Kuwait 2022


চাকরির শর্ত ও তথ্য

  • (১) প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনাে নার্সিং ইনিস্টিটিউট হতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে।
  • (২) যেকোনাে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (৩) অবশ্যই ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপাের্ট থাকতে হবে।
  • (৪) চাকুরিতে যােগদানের পর শিক্ষানবীশকাল ০৩ (তিন) মাস।
  • (৫) দৈনিক ০৮ (আট) ঘণ্টা ডিউটি সপ্তাহে ৬ (ছয়) দিন এবং বাৎসরিক ছুটি ৩০ (ত্রিশ) দিন।
  • (৬) নার্স হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • (৭) সরকারি নার্স হিসেবে কর্মরত প্রার্থীদের লিয়েন ছুটি প্রাপ্তির যােগ্যতা অর্জিত হলেই আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত নির্বাচনের পরে লিয়েন ছুটি প্রার্থীকে নিজেই ব্যবস্থা করতে হবে।
  • (৮) চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ডাটা-চেক নিশ্চিত করতে হবে।
  • (৯) প্রয়ােজনীয় আসবাবপত্রসহ থাকা, খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়ােগকারী কোম্পানি বহন করবে।
  • (১০) চাকুরিতে যােগদানের বিমান ভাড়া এবং তিন (০৩) বছর সন্তোষজনক চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকারী কোম্পানি বহন করবে। |
  • (১১) কুয়েতের শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্তাবলি প্রযােজ্য হবে।
  • নির্বাচিত প্রার্থীদের বােয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মােতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষা প্রদানের সময় প্রার্থীদের কোনাে প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।

আবেদনের নিয়ম

গুগল ফরমে আবেদন করতে হবে। আবেদনের লিংক :

https://forms.gle/Q5pKqYwCF6wjdqU97

আবেদনের সময় প্রয়োজনীয় কাগপত্র

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পূরণ করার সময় যা যা প্রয়োজন-

  • ইংরেজিতে ১ কপি জীবন বৃত্তান্ত (CV/Biodata)।
  • সকল শিক্ষাগত যােগ্যতার সনদ।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
  • শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট।
  • Upload Registration Certificate।
  • Upload Passport।
  • অভিজ্ঞতার সনদ।

BOESL nurse recruitment job circular 2022 for Kuwait

BOESL nurse recruitment job circular 2022 for Kuwait pdf download link : http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/3ca1e467_92d1_4918_94ac_d1917cfafdb0/2022-10-17-14-47-91e10c6f2a212e3cc27dfd1e92ebc726.pdf

এডু ডেইলি ২৪