সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২২ (১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে) নির্ধারণ হবে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী। প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেও শিক্ষার্থীদের নির্ধারিত ন্যূনতম বয়স থাকতে হবে। এই নীতিমালা ২০২২ শিক্ষাবর্ষের ভর্তির সময় জারি করা হয়েছিল। আগামী বছর ভর্তির ক্ষেত্রেও একই নীতি বহাল থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
শ্রেণি | ভর্তির ন্যূনতম বয়স |
১ম শ্রেণি | ৬ বছর |
২য় শ্রেণি | ৭ বছর |
৩য় শ্রেণি | ৮ বছর |
৬ষ্ঠ শ্রেণি | ১১ বছর |
৭ম শ্রেণি | ১২ বছর |
৮ম শ্রেণি | ১৩ বছর |
৯ম শ্রেণি | ১৪ বছর |
৩ জানুয়ারি (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) প্রকাশিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালায়, ২য় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বয়স ৭ বছরের বেশি, ৩য় শ্রেণিতে ৮ বছরের বেশি, ৬ষ্ঠ শ্রেণিতে ১১ বছরের বেশি ও ৭ম শ্রেণিতে ১২, ৮ম শ্রেণিতে ১৩ ও ৯ম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১৪ বছর নির্ধারণ করে দিয়েছে সরকার।
এর আগে, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি নির্ধারণ করা হয়েছিল। এটি বহাল থাকবে।
সংশোধিত ভর্তি নীতিমালা (২০২২) অনুযায়ী, প্রথম শ্রেণির বয়সের ভিত্তিতে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বয়স সাত বছরের বেশি, তৃতীয় শ্রেণিতে ভর্তির বয়স আট বছরের বেশি, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছরের বেশি ও সপ্তম শ্রেণিতে ভর্তির বয়স ১২ বছরের বেশি হতে হবে।
তবে, ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইনে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছিল সরকার। সে অনুযায়ী বেশিরভাগ সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শেষ। কিন্তু ভর্তির সময় পার হয়ে যাওয়ার পর ৩ জানুয়ারি ২০২২ তারিখে সরকারি স্কুলের ভর্তির সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে।
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।