খবর

সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ালো সরকার

সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ (৪ মে ২০২০, সোমবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ছুটি বাড়ানোর ব্যপারে বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে পরিণত হলো।

সরাকি প্রজ্ঞাপনে ১৪ মে পর্যন্ত ছুটির তারিখ উল্লেখ করা আছে। এর সঙ্গে ১৫ ও ১৬ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হয়ে ছুটি ১৬ মে পর্যন্ত হবে। ফলে দেশব্যাপী টানা ছুটি ৫৩ দিনে গড়ালো। এ নিয়ে ষষ্ঠ বারের মতো ছুটি বর্ধিত করা হলো।

এদিকে এই ছুটির মধ্যেই সীমিত আকারে গার্মেন্ট কারখানা খুলে দেওয়া হয়েছে।

সাধারণ ছুটি বৃদ্ধি ও নির্দেশনামূলক প্রজ্ঞাপন
এডু ডেইলি ২৪