বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯ ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও কেন্দ্র তালিকা ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮ ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ১০৬৯টি শূন্য পদে সিনিয়র অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষা হবে ২০ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগ কার্যক্রম : | রাষ্ট্রায়ত্ত সমন্বিত ব্যাংক নিয়োগ |
কর্তৃপক্ষ : | বাংলাদেশ ব্যাংক – ব্যাংকার্স সিলেকশন কমিটি |
মোট প্রতিষ্ঠান সংখ্যা : | ৯টি |
মোট পদের সংখ্যা : | ১০৬৯টি |
ওয়েবসাইট : | https://erecruitment.bb.org.bd |
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত আট ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষা আগামী ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং পত্রিকায় প্রকাশ করা হবে।