শিক্ষা বার্তা

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পেলেন ৫,৪৫২ জন

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি (৯ম গ্রেড, ১ম শ্রেণি, নন-ক্যাডার) পেলেন ৫,৪৫২ জন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসব শিক্ষকরা সহকারী শিক্ষক থেকে এই (সিনিয়র শিক্ষক) পদে পদোন্নতি পেলেন।  নন–ক্যাডার ২য় শ্রেণির পদে কর্মরত এসব শিক্ষকদের নন ক্যাডার প্রথম শ্রেণির ৯ম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদের সরকারি কর্ম কমিশনের সুপারিশ করা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ৫ হাজার ৪৫২ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক (৯ম গ্রেডে ১ম শ্রেণির নন–ক্যডার) পদে পদোন্নতি দেওয়া হলো। জানা গেছে, পদোন্নতি পাওয়া শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে পদায়ন দেওয়া হবে।

পদোন্নতির বিজ্ঞপ্তি – পার্ট ১ :
http://www.shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/notices/358059be_e4e5_4925_a61b_9206d9e19883/Part-1.pdf

পদোন্নতির বিজ্ঞপ্তি – পার্ট ২ : http://www.shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/notices/358059be_e4e5_4925_a61b_9206d9e19883/Part-2.pdf

এডু ডেইলি ২৪