শিক্ষা বার্তা

স্কুলের অর্ধেক শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি!

বেসরকারি এমপিওভুক্ত স্কুলের অর্ধেক শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে বলে জানা গেছে। যেসব শিক্ষকরা সহকারী শিক্ষক পদে যোগ দেওয়ার পর ১০ বছর অতিবাহিত করেছেন, তারা সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাবেন।

চাকরির ১০ বছর পূর্তিতে এমপিওভুক্ত স্কুলের অর্ধেক শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি বিধান রেখে এমপিও নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনী চূড়ান্তকরণ সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় বেসরকারি এমপিওভুক্ত স্কুলের ৫০ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উল্লেখ্য, এতো দিন যাবত বেসরকারি এমপিওভুক্ত স্কুলের সহকারী  শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা ছিল না। ১০ বছর চাকরির পর তারা সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারতেন।

এদিকে, সম্প্রতি সরকারি মাধ্যমিক স্কুলের অর্ধেক শিক্ষককে পদোন্নতি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একইভাবে বেসরকারি মাধ্যমিক স্কুলের ৫০ শতাংশ সহকারী শিক্ষককেও পদোন্নতি দেয়ার বিষয়টি চূড়ান্ত হচ্ছে।

এডু ডেইলি ২৪