স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কুইজ প্রতিযোগিতা ২০২২ চলছে অনলাইনে। সুবর্ণ জয়ন্তী কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ল্যাপটপসহ আকর্ষণীয় ১৫০টি পুরস্কার দেয়া হবে। কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
কুইজ : | সুবর্ণ জয়ন্তী কুইজ ২০২২ |
রেজিস্ট্রেশনের তারিখ : | ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২২ |
গ্রুপ ক্যাটাগরি : | ক গ্রুপ – ৮-১২ বছর, খ গ্রুপ – ১৩-১৮ বছর, গ গ্রুপ – ১৯+ |
অনলাইনে রেজিস্ট্রেশনের লিংক : | https://bangladesh50.gov.bd |
সুবর্ণ জয়ন্তী কুইজে অংশ নেয়ার তারিখ ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১.৫৯টা পর্যন্ত।
প্রতিযোগিতার সময় সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত।
সুবর্ণজয়ন্তী কুইজ প্রতিযোগিতায় গ্রুপভিত্তিক বসয়সীমা ক গ্রুপ: (৮-১২ বছর), খ গ্রুপ: (১৩-১৮ বছর), গ গ্রুপ: (১৯-তদুর্ধ বছর)। ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য হবে।
একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২৬ মিনিট। সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে। সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)। কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
>> সুবর্ণ জয়ন্তী কুইজ রেজিস্ট্রেশন লিংক : https://bangladesh50.gov.bd
সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এর ফলাফলের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তবে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে। ফলাফল প্রকাশের আপডেট জানা যাবে এই কুইজ আয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফেসবুক পেজে (https://www.facebook.com/a2iBangladesh)।