বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ (২০২২) দেয়া হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেসামরিক / অসামরিক পদে ১১তম হতে ২০তম গ্রেডে ৬৩টি ক্যাটাগরিতে মোট ২৩৯ জনকে নিয়োগ দেয়া হবে।
মালি- ৪, আয়া- ১, ধোপা- ১, সহিস- ২, ফিটার- ১, টার্নার- ১, প্যাকার- ১,
ভিউয়ার- ১, টিনস্মিথ- ১, ওয়ার্ড বয়- ১, টেইলার- ২, পেইন্টার- ৪,
স্টোরম্যান- ৬, ফায়ার ক্র- ১, ব্ল্যাক স্মিথ- ১, কম্পাউন্ডার- ১,
কার্পেন্টার- ২, বুট মেকার- ১, টুল মেকার- ১, ড্রাফটসম্যান- ১, ইএন্ডবিআর- ১,
ফায়ারম্যান- ১, কম্পোজিটর- ১, ইম্পোজিটর- ১, এসএএসআই- ১,
সুপারভাইজার- ১, হেড মেকানিক- ১, আপহোল্ডস্টার- ১, মেসওয়েটার- ৩৪,
ইন্সেমিনেটর- ১, সহকারি বাবুর্চি- ১০, অফিস করণিক- ২৭, নিরাপত্তা প্রহরী- ১২,
সাইকেল ফিটার- ১, সহকারি প্যাকার- ১, ব্ল্যাক স্মিথ (স্কিন্ডা)- ১, জিসি’স- ৩,
চার্জ হ্যান্ড মেকানিক- ১, শ্রমিক- ২৭, একচেঞ্জ অপারেটর- ৫, হসপিটাল অর্ডারলি- ১,
বেঞ্চ ফিটার- ৩, মেশিনিস্ট (এসএস-১)- ১, মেশিনিস্ট (এসএস-২)- ১, ব্ল্যাক স্মিথ- ১,
ল্যাবরেটরি এটেনডেন্ট- ১, মেইনটেনেন্স টেকনিশিয়ান- ১, আপহোল্ডার (এইচএস-১)- ১,
সিকিউরিটি সুপারভাইজর-২, অফিস সহায়ক/বার্তাবাহন-৮, ফিটার এমভি (এসএস-২)-১, প্যাটার্ন মেকার (এইচএস-২)-১, ফিটার এএফভি (এসএস-২), মেরিন টেকনিশিয়ান (স্কিল্ড)-১, ইন্সট্র–মেন্ট মেকানিক (স্কিড)-১, সিভিল মেকানিক্যাল ড্রাইভার-১, টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর-১, ড্রাইভার/সিএমডি-৬, ইন্সট্র–মেন্ট মেকানিক (এইচএস-২)-২, বাবুর্চি/বাবুর্চি (ইউ/মেস/হাসপাতাল)-১৪, আর্টিফিসার কন্ট্রোল ইকুইপমেন্ট (স্কিড)-১, ফার্ম লেবার (কাউ অ্যাটেন্ড্যান্ড/কাফ অ্যাটেন্ড্যান্ড/বুলক কার্ট ড্রাইভার/অ্যানিমেল অ্যাটেন্ড্যান্ড)-৬।
কোন পদে আবেদনের যোগ্যতা কী, পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম পাওয়া যাবে এই লিংকে :
https://www.army.mil.bd/UserFile/LatestJobCirculation/span-stylecolor-333333-fontfamily-trebuchet-ms-arial-helvetica-sansserif-fontsize-14p.pdf
প্রার্থীর বয়স ২৮ জুন ২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২। আবেদন পাঠানোর ঠিকানা, আবেদন ফরম ও বিস্তারিত জানা যাবে www.army.mil.bd ওয়েবসাইটে অথবা https://www.army.mil.bd/Job-Circulation-List লিংকে।