বাংলাদেশ সেনাবাহিনীর ৫৮তম বিএমএ স্পেশাল ও ৫১তম ডিএসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট ২০২২।
আবেদনের সময়কাল : ০৫ আগস্ট ২০২২ হতে ২৭ আগস্ট ২০২২
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বয়স : ০১ জানুয়ারী ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) | স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার) |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
২। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৩। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
৪। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
Course Name/Category | Apply Deadline | |
---|---|---|
58th BMA Special Course (Engineers) – CE – Male/Female | Starts: 05 August 2022 Ends: 27 August 2022 | 58th BMA Special Course (Engineers) – CE – Male/Female |
58th BMA Special Course (Signals) – CSE – Male/Female | Starts: 05 August 2022 Ends: 27 August 2022 | 58th BMA Special Course (Signals) – CSE – Male/Female |
58th BMA Special Course (EME) – NAME – Male/Female | Starts: 05 August 2022 Ends: 27 August 2022 | 58th BMA Special Course (EME) – NAME – Male/Female |
58th BMA Special Course (EME) – AE – Male/Female | Starts: 05 August 2022 Ends: 27 August 2022 | 58th BMA Special Course (EME) – AE – Male/Female |
58th BMA Special Course (AEC) – Math – Male/Female | Starts: 05 August 2022 Ends: 27 August 2022 | 58th BMA Special Course (AEC) – Math – Male/Female |
অনলাইনে আবেদনের লিংক : https://joinbangladesharmy.army.mil.bd
Bangladesh army 58th BMA special and 51th DSSC job circular 2022 download link : https://joinbangladesharmy.army.mil.bd/upl/img/media/pXrcOus9ak8l.jpg
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।