শিক্ষা বার্তা

স্কুল কলেজ খুলবে ১৩ জুন ২০২১

স্কুল কলেজ খুলবে ১৩ জুন ২০২১। দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ মে) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

স্কুল কলেজ খুলে দেয়ার কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করছে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে করোনার টিকার আওতায় আনার ওপর।

এদিকে, ১৩ জুন থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

☑ ২৩ জানুয়ারি ২০২১ > স্কুল কলেজ খোলার ব্যাপারে ৩৯ পৃষ্ঠার গাইডলাইন

উল্লেখ্য, করোনার কারণে ১৭ মার্চ ২০২০ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এডু ডেইলি ২৪