এলজিইডি / স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (২টি সার্কুলার) প্রকাশিত হয়েছে। ১০ ও ২ ধরনের (মোট ১২ ক্যাটাগরি) পদে মোট ২২৩৭ জন নিয়োগ দেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)। এর মধ্যে প্রথম বিজ্ঞপ্তিতে ১৯৩৯ জন ও দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ২৯৮ জন নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে কার্য সহকারী পদে, ৭২০টি। আবেদন করতে হবে অনলাইনে ৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত জেলা কোটা দেখে আবেদন করুন।
কর্তৃপক্ষ : | স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) |
নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যা : | ২টি |
মোট পদের সংখ্যা : | ২২৩৭টি (১৯৩৯+২৯৮টি) |
পদের ক্যাটাগরি : | ১২ (১০+২) ক্যাটাগরির পদ |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
আবেদন শুরুর তারিখ : | ৪ জানুয়ারি ২০২২ |
আবেদনের শেষ তারিখ : | ৩১ জানুয়ারি ২০২৩ |
আবেদনের লিংক : | http://lged.teletalk.com.bd |
ওয়েবসাইট : | https://www.lged.gov.bd |
পদভেদে আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে স্নাতক/সমমান। পদটির আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে।
প্রার্থীর বয়স২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা http://lged.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন ৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।