জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) অর্থাৎ ডিগ্রি পাস কোর্সে প্রথম বর্ষে ভর্তির ১ম মেধা তালিকার কোর্স পরিবর্তন ২য় মেধাভিত্তিক ফলাফল ২৯ জুন ২০১৪ তারিখে প্রকাশ করা হবে। ওই দিন বিকাল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে এ ফলাফল জানা যাবে।
NU<space>AT<space>Roll টাইপ করে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। এ ছাড়াও ওয়েবসাইটে ফলাফল (www.nu.edu.bd/admissions) জানা যাবে।
সূচি :
১। ১ম মেধা তালিকার কোর্স পরিবর্তনের ফলাফল এবং ২য় মেধাভিত্তিক ফলাফল — ২৯/৬/২০১৪
২। ২য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা ও ভর্তির সময়সীমা — ২৯/৬/২০১৪ থেকে ৩০/৭/২০১৪
৩। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকার ভর্তি নিশ্চয়নের সময়সীমা — ৩০/৬/২০১৪ থেকে ৫/৭/২০১৪
৪। ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি ডিডি করার শেষ তারিখ — ৬/৭/২০১৪