স্বাস্থ্য অধিদপ্তর ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদে মোট ৬২৭ জন নিয়োগ দেয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে (http://dghsp.teletalk.com.bd) ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে।
নিয়োগদাতা প্রতিষ্ঠান : | স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) |
পদের নাম : | ফার্মাসিস্ট (ডিপ্লোমা) |
মোট পদ : | ৬২৭টি পদ |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
আবেদনের সময়সীমা : | ১৭-১১-২০২২ থেকে ১৬-১২-২০২২ |
আবেদন ফি : | ৩৩৪ টাকা |
আবেদনের ওয়েবসাইট : | http://dghsp.teletalk.com.bd |
সাধারণ প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান অথবা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা ও সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে http://dghsp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে ১৬ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টার মধ্যে।
DGHS pharmacist job circular 2022 pdf download link : https://dghs.gov.bd/sites/default/files/files/dghs.portal.gov.bd/notices/2a1041fa_d881_4e4e_b934_9fe4850d03bb/2022-11-16-04-53-76d3b710c745200ed8bfe91ecc469f38.pdf
ডিপ্লোমা ফার্মাসিস্টদের মাসিক বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ pdf download link : https://hsd.gov.bd/sites/default/files/files/hsd.portal.gov.bd/notices/d00d45f6_0f68_4d05_b7d1_ff9dec6f9cf4/%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A6%9F%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AE.pdf
অথবা, https://www.dpp.gov.bd/upload_file/gazettes/25198_40905.pdf
কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।