শিক্ষা বার্তা

হাফ ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি – ৫ শর্ত

ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (www.rthd.gov.bd)। তবে হাফ ভাড়া বা হাফ পাস পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ৫টি শর্ত দেয়া হয়েছে।

সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৩৪ (২) -এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

হাফ ভাড়ার ৫ শর্ত

  • শিক্ষার্থীদের জন্য ভাড়া বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে।
  • শিক্ষার্থীদের অবশ্যই স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার পাশাপাশি প্রয়োজনে হলে দেখাতে হবে।
  • সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এ হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবে।
  • শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না।
  • দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না।

হাফ ভাড়া সম্পর্কিত সরকারি প্রজ্ঞাপন পাওয়া যাবে এই লিংকে : http://www.rthd.gov.bd/sites/default/files/files/rthd.portal.gov.bd/notices/3b1f4a56_446d_46dd_afbb_2c8be0e5fe58/2021-12-12-13-03-6cb0f1a8c5269c52e6601d6d850e8e46.pdf

এডু ডেইলি ২৪