১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৩১.৭৩ শতাংশ প্রার্থী পাস করেছে।
ফলাফল পাওয়া যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/)। এছাড়া, পাশ করা প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া দেবে।
নিবন্ধন পরীক্ষায় মোট ৪ লাখ ৪১ হাজার ৯শ ৭৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এ পরীক্ষায় মোট ৮২টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়। গত ৩০ ও ৩১ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়।