দেশের ২৫ জেলায় নবনির্মিত ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ নভেম্বর ২০২২ একযোগে এসব সেতু উদ্বোধন করা হয়। স্থানীয়ভাবে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এসব অনুষ্ঠানে যুক্ত হয়ে সড়ক সেতুগুলো উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
৭ নভেম্বর উদ্বোধন করা ১০০টি সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে ৫টি করে, ঢাকায় ২টি ও কুমিল্লায় ১টি।
পৌনে ৯০০ কোটি টাকা ব্যয়ে দেশের ২৫টি জেলা সদ্য উদ্বোধনকৃত এসব সড়ক সেতু নির্মিত হয়।