রকমারি

২০২৩ সালে টানা ৩-৫ দিনের লম্বা ছুটি ১৫ বার [মাস ভিত্তিক ছুটির তালিকা]

Rate this post

২০২৩ সালে টানা ৩-৫ দিনের লম্বা ছুটি ১৫ বার। বাংলাদেশের সরকারি ক্যালেন্ডার ২০২৩ ও ছুটির তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এই ক্যালেন্ডার ও সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী ২০২৩ সালে টানা লম্বা ছুটির সংখ্যা বেশ কয়েকটি। এর মধ্যে সবচেয়ে বড় ছুটি ২২-২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে (৫ দিন)। যারা আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা করে দিনক্ষণ ঠিক করেন, তাদের জন্য এই তালিকা বেশ কাজে দেবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরও এই ছুটির তালিকা দরকার হবে।

এছাড়া বিয়ের অনুষ্ঠান, পারিবারিক সম্মিলন, আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া কিংবা দূরে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রেও এই টানা ছুটির দিনের তালিকা এক নজর দেখে রাখতে পারেন।

২০২৩ সালে টানা ৩-৫ দিনের লম্বা ছুটির তালিকা / কোন মাসে কবে বড় ছুটি

এখানে শুধু ৩ থেকে ৫ দিনের লম্বা বা টানা বড় ছুটিগুলো দেওয়া হয়েছে।

  • ২৪-২৬ মার্চ ২০২৩ (৩ দিন) : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পড়েছে এবার রোববার। আগের দুদিন, অর্থাৎ শুক্রবার ও শনিবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মোট ছুটি হয়ে যাচ্ছে ৩ দিন।

  • ঈদুল ফিতর ২০২৩ (৩ দিন) : ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার কথা। সরকারি ছুটির দিন হিসেবে এদিন শনিবার। ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। মোট তিন দিনের ছুটি। তবে আরবি বর্ষের শাওয়াল মাসের চাঁদ ওঠার ওপর নির্ভর করে ছুটির দিনে পরিবর্তন আসতে পারে।

  • ৪-৬ মে ২০২৩ (৩ দিন) : ৪ মে বুদ্ধপূর্ণিমা। ছুটি এক দিনের। সেই দিনটি পড়েছে বৃহস্পতিবার। পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে মোট তিন দিনের ছুটি উদ্‌যাপনের একটি পরিকল্পনা করতেই পারেন।

  • ঈদুল আজহা (৩ দিন) : ২৯ জুন ২০২৩* ঈদুল আজহা। ঈদুল ফিতরের মতো ঈদের আগের ও পরের দিনসহ ঈদুল আজহার মোট ছুটি ৩ দিন।

  • ২৮-৩০ সেপ্টেম্বর ২০২৩ (৩ দিন) : ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.)। সরকারি ছুটির বর্ষপঞ্জিতে এদিন বৃহস্পতিবার। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাহলে মোট ছুটি দাঁড়াচ্ছে ৩ দিন। তবে আরবি বর্ষের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ ওঠার ওপর নির্ভর করে ছুটির দিনে পরিবর্তন আসতে পারে।


ধর্মীয় ঐচ্ছিক ছুটি

সরকারি ছুটির নির্দেশনা মোতাবেক, একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি কাটাতে পারেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।

  • ২৬-২৮ জানুয়ারি ২০২৩ (৩ দিন) : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার। পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি।

  • ৩-৫ ফেব্রুয়ারি ২০২৩ (৩ দিন) : বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা ৫ ফেব্রুয়ারি, রোববার হলে আগের দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে মোট ছুটি পাওয়া যেতে পারে তিন দিন। তবে উৎসবটি চান্দ্র তিথির ওপর নির্ভরশীল বলে ছুটিতে পরিবর্তন আসতে পারে।

  • ১৭-১৯ ফেব্রুয়ারি ২০২৩ (৩ তিন) : পবিত্র শবে মেরাজ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি ছুটি। দিনটি রোববার। আগের দুই দিনও (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে মোট ছুটি হবে ৩ দিন। তবে চাঁদ ওঠার ওপর নির্ভর করে ছুটির দিনে পরিবর্তন আসতে পারে।

  • ১৭-১৯ মার্চ ২০২৩ (৩ দিন) : ২০২৩ সালের ১৯ মার্চ, রোববার সনাতন ধর্মাবলম্বীদের জন্য হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবসের ছুটি। আগের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

  • ৬-৯ এপ্রিল ২০২৩ (৪ দিন) : পুণ্য বৃহস্পতিবারের ছুটি ৬ এপ্রিল। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সেই সঙ্গে ইস্টার সানডের ছুটি ৯ এপ্রিল। অতএব খ্রিষ্টধর্মাবলম্বীরা মোট ছুটি পাবেন ৪ দিন।

  • ১৩-১৫ এপ্রিল ২০২৩ (৩ দিন) : চৈত্র সংক্রান্তির ছুটি ১৩ এপ্রিল বৃহস্পতিবার। পরের দুদিন সাপ্তাহিক ছুটি।

  • ২৮-৩০ সেপ্টেম্বর ২০২৩ (৩ দিন) : চাঁদ দেখতে পাওয়া সাপেক্ষে বৌদ্ধধর্মাবলম্বীদের পবিত্র মধু পূর্ণিমা হতে পারে ২৮ সেপ্টেম্বর। দিনটি বৃহস্পতিবার। পরের দুই দিন শুক্র ও শনিবার। তাহলে মোট ছুটি পেতে পারেন তিন দিন।

  • ২০-২৩ অক্টোবর ২০২৩ (৪ দিন) : বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি ২২ ও ২৩ অক্টোবর, রবি ও সোমবার। আগের দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং মোট ছুটি দাঁড়াচ্ছে ৪ দিন।

  • ১০-১২ নভেম্বর ২০২৩ (৩ দিন) : ১২ নভেম্বর, রোববার শ্যামা পূজার ছুটি। আগের দুই দিন সাপ্তাহিক ছুটি।

  • ২২-২৬ ডিসেম্বর ২০২৩ (৫ দিন) : খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস ডে) ২৫ ডিসেম্বর। বড়দিনের আগে-পরের দুই দিন ঐচ্ছিক ছুটি। বড়দিনের আগের দিন, অর্থাৎ ২৪ ডিসেম্বর রোববার। এর আগের দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। একেবারে ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর (শুক্রবার থেকে মঙ্গলবার) ছুটি পেতে পারেন খ্রিষ্টধর্মাবলম্বীরা।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *