চাকরির খবর

৩৮তম বিসিএসে ক্যাডার সংখ্যা বেড়ে ২,৪০০ হচ্ছে

৩৮তম বিসিএসে ক্যাডার সংখ্যা বাড়ছে। সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত চাহিদাপত্র পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগের নির্ধারিত পদ সংখ্যার চেয়ে আরো ২৪০ পদ বাড়ানো হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি সূত্র জানিয়েছে।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে নিয়োগের জন্য পদের সংখ্যা হয় ২,১৬০ এর সঙ্গে এখন ২৪০ জন যুক্ত হয়ে মোট পদের সংখ্যা দাঁড়াবে ২,৪০০।

এদিকে, পদ সংখ্যা নতুন করে বাড়ার কারণে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল কিছুটা দেরিতে প্রকাশ হতে পারে।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ১ জুলাই ২০১৯ তারিখে। লিখিততে পাস করেছেন ৯,৮৬২ জন। এরপর, মৌখিক পরীক্ষা শেষ হয় ফেব্রুয়ারি (২০২০) মাসে।

এডু ডেইলি ২৪