৪০তম বিসিএসে কোটা পদ্ধতি থাকছে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০১৮ সালে চাকরি প্রার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে সরকার কোটা প্রথা বিলুপ্ত করে। এই বিলুপ্তির ফলে ৪০তম বিসিএস থেকে আর কোটা পদ্ধতি কার্যকর থাকছে না। যদিও কোটা পদ্ধতি বিলুপ্তির মাস খানেক আগে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তারপরও ৪০তম বিসিএস থেকেই কোটা পদ্ধতি বাতিল করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
গতকাল (৩০ জুন ২০২০) প্রকাশ হয় ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এই বিসিএসে ২,২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এই ফলাফলে কোটা পদ্ধতি অনুসরন করা হয়েছে। এটাই (৩৮তম বিসিএস) কোটা পদ্ধতি অনুসরন করা শেষ বিসিএস। কোটা বিলুপ্ত হওয়ায় সাধারণ প্রার্থীদের চাকরির সুযোগ আরো বাড়বে। এই বিলুপ্তির মাধ্যমে ৪৮ বছর ধরে চলা বিসিএসে কোটা পদ্ধতি প্রয়োগের অবসান হলো।